তুমি শিখেছো, এক নিঃশ্বাসে কতটুকু মিথ্যে দরকার,
বুকের মাঝে আলতোপথে নিরবে মানব শিকার।
রাতগুলো সব অশ্রু ফেলে, তোমার ভোরের পরে,
ডাগর চোখে অষ্টপ্রহর, আমার রাতের ঝড়ে।
ভালোবাসা দুঃসহ আগুন, দিয়ে যায় নির্বিকার ছাই,
ভালোবাসা শূন্য, হারিয়ে নিরবে শুন্যতা সয়ে যায়।
শুন্যতাকে ছুয়ে, ভালোবাসায় কেন ব্যাপক আয়োজন?
মানবিক চোখে জেগে উঠে বার বার ব্যাথিত রোদন।