শর্ত ছিল স্বপ্ন চোখে কুড়িয়ে ঘাসের শিশির,
ক্লান্ত শরীরে মাখব গায়ে রাত্রি হলে নিবিড়।


নির্ঘুম রাতে জ্যোৎস্নার সাথে খেলছি ইচ্ছে মত,
চাঁদ মুছবে, কলঙ্ক ঘুছবে, তোমার আমার যত।


স্বপ্নের মাঝে স্বপ্ন দেখি, পালিয়ে গেল ঘুম,
আমার ঠোঁটে তোমার ঠোঁটে বেড়ে গেল চুম।


আজ জেগেছি, আজ ভেসেছি নাম না জানা ব্যাথায়,
একই বৃত্তে তুমি আমি, পরম শাস্ত্র গাঁথায়।