এখনো আমার সীমান্তে দাঁড়িয়ে থাকে তোমার স্পর্শ,
যত্ন করে দিয়েছিলে, তাই রেখেছি যত্ন করেই,
তুমি যেখানেই আঁচড় কেটে, দুঃখ ভেঙ্গে সুখ বিলিয়েছিলে,
এতো পুবের হাওয়ায়, একটুকুও শুকায়নি।
রাতের ঋণে কুয়াশা সবখানে,
দেহভারে চোখের জাদুআলোয়,
রমরমায় পীড়িত সমাজে কঠিন প্রশ্নে আগুন জ্বলে কই?
তোমার ছায়ায় শীতল তলে বন্য হয়েছি নির্ভীকভাবে,
অরণ্য দিয়েছে আমায় বুনো আশ্রয়,
আমাকে আরও প্রবল অযত্নে, অনাদরে অবহেলায়,
তোমার চোখের ছায়ায় রেখো,
আর আমি প্রতিদিন যত্ন করেই স্পর্শগুলো লালন করব।