১)
ভালোবেসে রাবণও কাঁদে,
সীতার শাড়ির আঁচলে সেও মুখ লুকায়।


২)
যেখানেই হাত রাখো, জেগে উঠে অসীম শূন্যতা,
তবুও কেন কবিতায় অটুট থাকে বিরহের ব্যথা,
দুঃস্বপ্ন সবসময় সবচেয়ে বেশী সত্য হয়ে ওঠে,
দেখ, তোমার দিকেই তাকিয়ে রাত্রিতে অমাবস্যা ফোটে।