সেই দিন থেকে জমা করেছি সমুদ্রজল,
হাত ফস্কে ছুটে গেল যেদিন শরীরের কোলাহল।
আটকে রাখব না তোমায়,করব আঁধার সঞ্চয়,
শুধাও আমায় তুমি, মুদ্রণহীন ক্রমিক আলোয়।


আমার বুকের বাম পাশটায় অস্ফুট গুঞ্জরন,
বিলাসী আগুনে চলছে অযুত ক্ষরণ।
অনাড়ম্বর ছায়ালোকে অব্যক্ত স্বনির্বাসনে,
আপন আঁধারে যাচ্ছে দিন একান্ত আপনমনে।