এই আমি, বেশ কি আছি!
তবে, আগের চেয়েও শীতল আছি,
পাওয়া না পাওয়ার সব হিসেব বাদ,
সন্ধ্যে হতে না হতেই চুকে দিই দিনের,
রাত শেষ হওয়ার আগেই,
ভোরেরটা হয়ে যায় হালনাগাদ।


সরকারী নিয়মে পথের শুরুতে শূন্য মাইলফলক ,
যেখানে প্রলোভিত আমলার সর্বোচ্চ অঙ্ক কাঁধে,
আমি, খালি পায়ে পথচলা এক ব্যর্থ নাগরিক,
যার সর্বহারা ভালোবাসার ডালে বাবুই বাসা বাঁধে।


আমি তো প্রেমিক নই এখন,
কেন ভাবনারা মিশে যায় তোমার গভীরতায়,
কেন খুঁজে ফিরি বৃষ্টি আর মেঘের মিল,
কেনই বা নীল মেশানো আকাশের প্রেম চাই ৷


আমি নির্বাসিত অনাবাসী,
আলো আঁধারিতে বারোয়ারি জীবন,
রাত ফোটানের অন্যরকম দিনে
শূন্য হিসেব বুকে নিয়ে যেখানে থাকি যেমন।