তোমরা জেগে আছো


(মৌলবাদীর পৈশাচিক থাবায় অপরাজিত লেখকদের স্মৃতিতে উৎসর্গ)


তোমরা আড়াল করনি কখনো
তোমাদের প্রেম তোমাদের পাপ,
অসমতল প্রাণীগুলোকে চিনিয়েছ,
পৃথিবীর গাঁয়ে অন্ধকারের অভিশাপ।


তোমরা কথা বললেই, লিখলেই
লন্ড ভণ্ড মূর্খ দেবতার আসর,
তোমাদের ক্ষুরধার যুক্তিতে আজ,  
ধ্বংসের মুখোমুখি ঈশ্বরের বাসর।


তোমরা জাগলে, মানবতা পায় প্রান
জাগে মহাশূণ্য তবে মুক্তির ছোঁয়ায়।
ধর্মের বিমোহ ছলনার আশান্ত দিনে,
তোমার মিশে গেছ আজ রক্ত ধারায়!


নিঃশেষে প্রান, করে গেছ দান,
তোমাদের জয়ধ্বনি বাংলার বাতাসে,
মুক্তির চাষাবাদে, যুক্তির গ্রাসে
তোমাদের পুজো হবে, মানবের আকাশে।