এ মন কভূ হারায় আমার কোন খানে
এ মন আমার দুঃখে ভরে ভাটার টানে।
এ মন কভূ হারায় আমার কোন খানে.........।


বিষাদ কভূ কান্না করুণ নাই রে কূল
এ পার নদী কূল ভাসিয়ে ছিন্ন মূল।


বিষাদ কভূ কান্না করুণ নাই রে কূল
এ পার নদী কূল ভাসিয়ে ছিন্ন মূল।


আকাশ তারায় হৃদয় ভরায় আশার রাতি
মন দোলকে দুলিয়ে এ মন প্রেমের সাথী।


প্রেমের নদেয় রাঙিয়ে এ মন দীপ্তি ঝরে
প্রেম বিনে প্রাণ এ মন আমার গুমড়ে মরে।

গোলাম কভূ রাজার রাজা প্রতাপ তারি
নকশি কাঁথার মাঠ পেড়িয়ে আকাশ তরী।

উব্ধ পানে গগন চুমে ধরতে নারি
পথ হারিয়ে গহীন আধার আছড়ে পড়ি।


এ মন কভূ হারায় আমার কোন খানে
এ মন আমার দুঃখে ভরে ভাটার টানে।
এ মন কভূ হারায় আমার কোন খানে.........।