“গুজব”
(সারমর্মঃ ছেলেধরা গুজবে বহু ভাল মানুষের উত্তম মধ্যম হয়)


ধা তিন ধা, তিনটি গাধা চলতেছিল গাঁ এর মাঠে,
জাক জমকে গয়না গায়ে দারুন ধরা ঠাট ও
বাটে।
বানতি দিদির শান্তি হরা খোকন সোনা কই;
সেই গাধার ঐ পিঠে চড়ে খালের ধারে
সই।
রব উঠেছে এ গাঁ ও গাঁ'য় কোজাগরী রাতের চাঁদ,
পরবে নাতো খোকন সোনা দিলই নাকী জ্যান্ত
ফাঁদ।
ফাঁদের কথায় রাজা মশাই গেলেন ভীষম ক্ষেপে,
দিলেন হুকুম গাধায় মারো ইঞ্চি গজে
মেপে।
ছুটলো সিপাই খুন্তি নিয়ে বালতি হাতা হাঁড়ি,
তাই কী গাধায় মারা সোজা; লম্বা নিয়ে
দাড়ি।
হাঁড়ির খবর বলছি শুনো গুজব এসব সব ই,
তাই জুদি না হলোই ভায়া শব্দ ধরেই
কবি!


“পান্তা”
(সারমর্মঃ পেটের দায়ে অনেক অন্যায় কাজ ই মুখ বুজে সহ্য করে নিতে হয়)


তুষ্ট করেই সবাই চলে রাজার মতি গতি
বদল জুদি চাইলে চাঁদু হবেই তোমার
ক্ষতি।
ক্ষিতির দানে শ্বাসটি প্রাণে জবর জাবর কাটা
বিদ্যালয়ে বিদ্যা লয়েই কামের থানে
ভাটা।
বাটা বাটির চলছে খেলা জ্যান্ত মাগুর কই
খান্ত যে নাই উদর কারুর, তাই; ন্যাপায় মারে
দই।
উদাস মনে ভাব জগতের পানেই শুধু ছোটা
রম্ভা কলা সস্তা মেলে, জায়ার হাতে
ঝ্যাটা।
তাই বলিদান করতে সবাই মেনেই নিতে চলে
যোগ বিয়োগের খেলায় তবু পান্তা জোটে
থালে।


“দানব রাজ”


হিরেন কাকা সুখ দুঃখের ভাবতেছিল সমান পাবে
কান্না হাসির এই ধরাতে দুধে ভাতে সবাই র'বে,
সেসব সবই পুরান বুলি
আর ঘটে না সুরটি তুলি,
যুগ কাল শ্লোক পাল্টে গেছে; নারদ নারদ, দুখ ই ভবে।


সুখের পাল আর দোলেনা দানব রাজের হল্লা বোলে
খুন জখমে চলছে ধরা ভগ্নী মাতার কান্না রোলে,
ধর্ষকের ঐ অট্ট হাসি
দুঃখ ধরা রাশি রাশি,
দিন রাত ভাই শঙ্কা জাগে, সবাই যে তাই জাতার কলে।


দেশ ও প্রবাস; এক ওই সব ই, কোথাও ওরে শান্তি নাই
দেশ হতে দেশ, জাত জালিয়াত ঝরছে ওরে রক্ত ভাই,
মানবতা যোজন দূর
বাজছে রাগের করুণ সুর,
সাম্যতার ঐ সুরটি তুলে, পথে পথেই কাঁদছি তাই।


“মই”


সবাই হাঁটে শুধুই আমি; হাঁটতে আমি যাই না ভোরে
রবির কিরণ শুভ্র প্রাতে আসেই না ভাই
আমার দোরে।
সকাল টা ভাই মোর জীবনে বয়স কালে গেলই চলে
বায়স যেমন হলাম না ভাই সাত সকালে
হল্লা বোলে।
মাঝে মাঝেই এসব ভাবি শ্মশ্রু কালো নাই রে আর
সাত সকালে উঠতে হবেই হাঁটতে হবেই
এপার ও পার।
পদ্ম দিখির কাজল কালো জলেই শুনি শুভ্র প্রাতে
রবির কিরণ ঢেউ খেলে যায় চন্দ্র প্রভা
ভরায় রাতে।
শরীর দূষণ করতে থাকি রাত হলে ভাই শরাব গলে
রাত্রি টা ভাই গিলেই খেলাম এমন হলে
আর কী চলে!
মা যে আমার দিব্য দেবী, আমায় বাসেন অনেক ভাল
তার কপালে দিলাম ভাবি, কালির কাজল
আলতা কালো।
আর কী হবে হাঁটলে কী বা, জগিং টগিং; ও ধার নেই
জ্যান্ত আমি যাবই চলে যম রাজেতে
আনছে মই।