আজকে আমার উড়ছে রে মন আকাশ পানে
রঙ ছড়িয়ে রক্ত আবির এই ভুবনে।
বাঁধন ছাড়া উল্লাসের ওই হৃদ মুকুরে
দীপ্তি যেথায় ছড়িয়ে আলোয়
যাচ্ছে উড়ে।


আজকে আমার উড়ছে রে মন আকাশ পানে
রং ছড়িয়ে রক্ত আবির
এই ভুবনে।


পাল তুলে ওই দু কূল গাঙে প্রেমের লহর
হিমাদ্রীর ওই নীল আঁচলে তুষার ধবল
ছুটছি নেশায় আকাশ পানে রঙের টানে
দীপ্তি তার ওই ছড়িয়ে দিতে
এই ভুবনে।


দুঃখ যেথায় অনেক ব্যথায় দিচ্ছে ছোবল
নাই তো সুখের ছোঁয়াচ খানি গরল কেবল;
জয়ের নেশায় তাদের সে দুখ কদম ফেলি
অগ্রগামী সে রথ চেপে
কলম তুলি।


দীর্ঘ সে পথ নয় তো অলীক ভ্রান্তি ধরা
নয় তো তমায় আঁধার কালো কাঁটায় ভরা।
নয় কো পিছল পিছলে কেন হোঁচট খাওয়া
শক্ত হতে ধরতে সে হাল
বয়েই যাওয়া।


স্বপ্ন কমল ছুঁতেই তারে হৃদ দরিয়ায়
বৈঠা হাতে বাইবো তরী মাতাল
হাওয়ায়।


আজকে আমার উড়ছে রে মন আকাশ পানে
রঙ ছড়িয়ে রক্ত আবির এই ভুবনে।
রঙ ছড়িয়ে রক্ত আবির এই ভুবনে।
আজকে আমার উড়ছে রে মন
আকাশ পানে।