Sanjay Karmakar
  · 6 mins  ·
বিবিধ লেখা,"আরাধন"
.
তোমার আমার গল্পে মজে সকাল হলো বেশ
কুজ্ঝটিকার করাল গ্রাসে দেশটা হলো শেষ।
তমায় ঘন আঁধার রাতি পথের দিশা নাই
বদ্ধ ঘরে কাটছে জীবন খাদ্য খাবার চাই।
কাল করোনা আর কোরোনা খান্তি এবার দাও
প্রাণ টা আজি খাদের কানায় কেনই কেড়ে নাও!
ভজন পূজন সাঙ্গ আজি হাল ছেড়েছে মাঝি
ব্যর্থ সবই প্রয়াস সকল ব্যর্থ আজি কাজি।
মিথক তা কি সত্য হলো কলির খেলায় আজ
শঙ্কা জাগে সত্তা মাঝে প্রবল তার ঐ রাজ।
আর করি নে ভয় করি নে ক্লান্ত আজি মন
সব ভুলে তাই সৃষ্টি তার ওই করছি আরাধন।