(বিদ্যুত বিভ্রাটের কারণে কাল রাতে প্রকাশ দিতে পারি নাই, দুঃখিত)


শৃঙ্খলে প্রাণ উঠলো তুফান পুণ্যবতীর প্রাণ
চাইলো নয়ন বিশ্ববাসী শুনতে
তাহার গান।
ভৈরবে তার বাজলো সেতার উছল কলরোলে
ব্রিটিশ রাজের রাজ সে তোরণ উঠলো রে
ভাই দুলে।
মুদলো আঁখি ঢঙ্কারেতে আসলো তুফান ধেয়ে
জয় মা বলে তার ঐ কোলে ঝঞ্জাতে
প্রাণ বয়ে।
গাইলো সুবাষ জয় হিন্দ তার রক্ত হোলির মেলা
ভাঙতে কোমর ব্রিটিশ রাজের; শহীদ
হবার খেলা।
উড়ায় ধূলা বীরের চলা বাজলো মাদল রবে
জুঝতে সেনা ব্রিটিশ রাজের সাধ্য কী
আর হবে।
হাঁটলো পিছু সৈন্য সেপাই মনিপুরের দ্বার
বুঝলো ব্রিটিশ আসছে সুভাষ হতেই
হবে হার।
বীর নেতাজি অমর তুমি বাংলা ভূমের তাজ
হৃদ মাঝারে স্থান টি তোমার ফিরেই এসো
আজ।
বীর সেনানী বঙ্গভূমি আকাশ ভূমি তল
চায় যে তোমার মহান ছোঁয়াচ তোমার
গড়া দল।
দল দলেতে যেই দলেতে সুবাস দিয়ে ভরা
চায় সে দল লৌহ পুরুষ; হৃদয়
দিয়ে গড়া।
দেশের সেবায় জীবন তোমার, অরূপ রতন বাণী
হারিয়ে গেলে কোন সে অতল অনেক
কানাকানি।
অমর তুমি আজ ও মানি ফিরবে তুমি দেশে
তপ্ত হিয়ায় শান্তি দিতে আসবে
সাধুর বেশে।
স্নিগ্ধ হবে কোণ কোণেতে বইবে মলয় বায়
অশ্রু সজল হৃদয় ভরাট, বলছি;  
আয় রে সুভাষ
আয়।