লেটুস ঘেটুস সজনে ডাটা পদ্ম দিঘির জল
সিঙ্গি মাছের অম্বলেতে রসনার ঐ
পল।
কচুর পাতায় জল ধরে না বাঘের দুধের চা
বামুন মামার হাত ঐ চাঁদে রাতে উজার
গাঁ।
গাঙ্গু তেলির মটকা চালে কাঁকন দেদার খেলে
প্রজাপতির ডানায় চড়ে দক্ষিণে যায়
চলে।
সূর্যিমামা আড়াল হলেই বিশাল ছাতার তল
এমুন গরম গরল যেমন ভালোই লাগে
বল।
বলাকার ঐ শুভ্র ধবল ডানায় কী যে লেখা
চার টাকাতে ডিমের ঝোলের খাদ্য কী যায়
দেখা!
হালুম মালুম শোর গোলেতে কী সুর বাজে ভাই
যা না বেচু তাল তলাতে ডিগবাজি দে
তাই।
বাঘের মামা বেজায় রাগি টকটকে লাল চোখ
অনেক হলো এবার তো ভাই
বেরেক চিপে
রোখ।