এসেছি চলে মায়ের কোলে
বাংলা আমার মাতে
সুখ আর দুখের সইতে লহর
তাহার গিরিখাতে।


দুখের সাগর বইতে হেথায়
মা যে তাহার কোল
হয় না উদাস মন গো আমার
মা যে আনমোল।


অনেক ব্যথায় তপ্ত হৃদয়
সইতে হেথায় ভালো
হেথায় উদার গগন ভূমি
দীপ্তি ছড়ায় আলো।


শস্য শ্যামল আঁচল মায়ের
দিব্য প্রেমের ছটা
তার খুঁটে চোখ মুছতে বারি
প্রেমের ঘনঘটা।


ও মা তোমার অপার প্রেমে
মগ্ন আমার মন
নগ্ন আমি নাই কো কিছুই
কলম আমার ধন।


সেই ধনে মা তৃপ্ত হলে
রাখবে আমার মনে
সেই সাধে মা সাধছি জীবন
মগ্ন আরাধনে।


(এইমাত্র উত্তর প্রদেশ হতে ফিরেছি। প্রথমেই এ লেখা লিখে গেলাম)