"শিকল ভাঙার গান"


আকাশের ডাক/ আজ এসেছে/ ওরে ওই লৌহ ফৌলাদ/
রক্ত হোলির বাদল ঝরা/আজ প্রভাতে/
চল রে আগে/ রক্ত পিশাচ গুপ্ত রাজের
দরবারেতে।
পাষাণ বেদির/ সোপান ভাঙি/
আজকে মেতে/ পাষাণ বেদির সোপান ভাঙি/
আজ প্রভাতে।


ভাঙ রে সে দোর/ভ্রষ্টাচারের/ জড় উখা রে/
ঝঞ্জাতে মাত/শিকল ভাঙার/
ঝড় উঠা রে/
ঝড় উঠা রে, ঝড় উঠা রে,
ঝড় উঠা রে/


আকাশের ডাক আজ এসেছে/ওরে ওই লৌহ ফৌলাদ/
রক্ত হোলির/বাদল ঝরা/আজ প্রভাতে/
চল রে আগে;/ রক্ত পিশাচ/গুপ্ত রাজের
দরবারেতে/
ভাঙ রে সে দোর/ভ্রষ্টাচারের/ জড় উখা রে/
ঝড় উঠা রে, ঝড় উঠা রে,
ঝড় উঠা রে/


বন্ধনেতে/ রইতে নারাজ/ ভাঙ রে শিকল নবীন ও'রে/
স্বাধীনতার/ প্রাত প্রভাতে/ বিজয় কেতন
উড়িয়ে দে রে।/
পঙ্কেতে আজ/রুদ্ধ সে নদ/বইতে নারে/
জর্জরিত/পানার বেড়ি/ ভারতমাতা
সইতে নারে/
সইতে নারে, সইতে নারে,
সইতে নারে/


বীর সবে রাজ/ভাঙল শিকল/ ভারতমাতা/
গর্বেতে শির/উচ্চে বহে/
বিজয়গাথা।/
বিজয়গাথা, বিজয়গাথা, বিজয়গাথা/


হানলো আঘাত/ ভারতমায়ের/শৃঙ্খলে বীর/
প্রাণ সে দিল/ মুষ্ঠিতে রব /রঙ গুলাবীর
খেলতে বীর।
তাই কী ভুলি/ ভুলতে নারি/ বীরের গাথা/
আজ প্রভাতে/ শপথ নে'রে
স্বাধীনতা/


মানব না আর অযুত নিযুত/ শোকের ব্যথা/
গড়ব মোদের/ দেশটি ধরা
প্রেমের গাথা।


ইন্দ্রধনুর সাতটি রঙে রাঙিয়ে দেব দেশ,
ভালবাসার আবির গুলা-
রইবে না হীন
দ্বেষ।


তাদের দিতেই/ সেলাম মোরা/ আজ সে গড়ি-দল/
মুষ্ঠিতে মা/ হাত নেব প্রাণ/ গড়তে
আগুন দল।
গড়তে আগুন দল।


আকাশের ডাক/  আজ এসেছে/ওরে ওই  লৌহ ফৌলাদ/
রক্ত হোলির বাদল ঝরা/আজ প্রভাতে/
চল রে আগে/ রক্ত পিচাশ গুপ্ত রাজের/
দরবারেতে।
পাষাণ বেদির সোপান ভাঙি
আজকে মেতে/ পাষাণ বেদির সোপান ভাঙি/
আজ প্রভাতে।