“প্রার্থনা”


শূন্য বসন পূর্ণ কর হে প্রভু
এ নহে মোর প্রর্থনা,
যেন দিতে পারি বল
যাহারা নির্বল-
আমারে কর হে
রচনা।
যদি কোন দিন আসিল সেদিন
ক্ষুব্ধ ঝঞ্ঝা বায়,  
প্রাণঘাতী ধায় ধাবিলো ধরায়
অবিরত লাঞ্ছ-
নায়।
কান্না নিনাদো গগনো ভূষিত
লহু ঝরা গীত,
প্রাণেরো দ্বারেতে গর্জে অশনি
ছাহিতে তাপিত
ভীত।
ভীরু কোরো নাকো মোরে
দুয়ারে তোমারি,
শত নাদে কহি মাতে,
দুয়ারে তোমারি ব্রাত্য রেখোনা
অশ্রু ঝরানো
প্রাতে।
ফরিয়াদে প্রাণ আকাশ গগন
চুমিতে শিরায় লহু,
মহাকাল দিও তেজ সে মোরে
গগন ফেলিতে
বাহু।
রক্ত কৃপাণে লিখিতে সে গীত
দিও মোরে প্রাণ,
অঞ্জলি মোর চরণে দিব তোর
রহিতে অম্লান।
শূন্য বসন পূর্ণ কর হে প্রভু
এ নহে মোর প্রার্থনা,
যেন দিতে পারি বল
যাহারা নির্বল-
আমারে কর হে
রচনা।