সৌরভ


ধন্য মাতা ধন্য জাতি বীর বাঙালি প্রাণ,
শিশু কচি বাচ্চা বাঘের, ধরতে হাতে
জান।
জাহ্নবী বয় হৃদ মনেতে শুদ্ধ কোমল বায়,
সইতে নারে বইতে নারে-উচ্চে ধরে
ন্যায়।
কোমলমতি রুষ্ট আজি রাজপথ দেয় রুখে,
মন্ত্রী সেনা সেপাই তারি-দলতে আজি
পাঁকে।
বীর বরকত রফিক সালাম তোমায় দেখি আ'জি,
লগন প্রেমের রব সে ধ্যানের-কচি কাঁচার
মা'ঝি।
সালাম জানাই ধন্য তাদের দেশের গৌরব,
দিক বিদিকে ছড়িয়ে দিতেই-তাদের
সৌরভ।