“বিস্বাদ”


সে দিন আর আসিবে না ফিরে, দোরে দোরে
সুনীল আকাশ শুভ্র কাশে তুলবে না ঢেউ
জোর তোড়ে।
হরির লুট তুলসি বিতান স্বপ্নেতে আজ রয়,
ফিসফিসিয়ে হাজার কিসিম-দুখের কথা
কয়।
লক্ষী কীবা ষষ্টি পূজা চালকলা আর খিঁচুড়ি,
আমড়া গাছের মগ ডালেতে-হায় হায় কয়
পিছ ছাড়ি।
তাও মহারাজ আছেন মোড়ে তিনমাথার ওই কোণটাতে,
ভাদ্র মাসে উঠেন জেগে-খিঁচুড়ি আর
লাবড়াতে।
দুধের স্বাদ মিটতে ঘোলে লম্বা লম্বা লাইনেতে,
ছোড়া ছুড়ি বুড়া বুড়ি-নেয় যে সবাই
হাত পেতে।
যা গেছে তা ভুলতে চলি-না করি গোলমাল,
চলুন দাদা বেলা হলো-গিলতে চলি
এখন মাল।