“সমানতা"
(পরকীয়া বৈধতার প্রতিবাদে লেখা)


মানুষ পশুর ব্যাবধান ছুটিয়ে দিল সাধুজন
সেই করবে ফুর্তি এবার-যেথায় যে জন
বলবান।
গোল্লাছুটের অবাধ প্রেমে মাতবে এবার রমণী,
স্বামীগুলান চুষবে আঙুল-কইলে কথা
প্যাদানি।
ঘর স্বামীরই আর ঘরামি অন্যজনায় করবে ভোগ,
প্রেম ভাবনায় লীন হয়ে সব-মন দেহেতে
সম্ভোগ।
যাদব তুমি কোথায় গেলে এসো দেখ মানবতা
পশু আর মন মানুষের-এক আত্মার
সমানতা।


"সমানতা-২"


পরকীয়া বৈধতাহেতু পুরুষেরা প্রতিবাদী হোক,
বৌদিরা সব সারি সারি-বিবাহেতে কেন
ঝোক?
নাও পটিয়ে গাও চুটিয়ে চুৎ---নি বৌদি খোজো
দিন রাত্তির ডেটিং ফেটিং-কইবে, সবাই
চক্ষু বোজো।
বোঝাবুঝির কাম নাই রে শুয়ার গাধার দল আছে,
বেঞ্চি পেতে বেঞ্চে কোর্টে-হুকুমতের
দল আছে।
তাই বলি ভাই প্রেম কলি গাই চলো এবার খুজতে চলি,
মারবো রে গা_! সা রে গা মা-চলো এবার
গাই সে বুলি।
শালা সব শুয়ারের বাচ্চা!
রাগে গা'টা রি রি
করছে।