"প্রেম গীতি"


যদি হই কৃষ্ণচূড়া লাল আগুনের ফাগুন বায়ে,
মন হারাবার খেয়ার ভাসি
শরৎ মেঘের শুভ্রতায়ে।যদি মন উড়তে চাহে।
যদি মন উড়তে চাহে, শীতল মেঘের পরশ বায়ে,
বইতে কী আর সাগর দিশায়-কুন্ডলিত
অক্ষ বেয়ে।
যদি মন উড়তে চাহে! যদি মন
উড়তে চাহে!
তোমার ওই আঁখির কোণে, মন আমার সঙ্গপনে,
উড়তে ডানা মিলতে আকাশ
স্বপ্নালু বাস ঘুমটি
বিনে।
যদি মন উড়তে চাহে! যদি মন উড়তে চাহে!
ঘূর্ণিপাঁকের চর্তুদোলায় নাই যদি হয় আর হারাবার,
ডুব দিয়ে সই পার হব রে-অথৈ নদী আর
পারাবার
যদি হই কৃষ্ণচূড়া লাল আগুনের ফাগুন বায়ে,
মন হারাবার খেয়ার ভাসি
শরৎ মেঘের শুভ্রতায়ে।  
যদি মন উড়তে
চাহে।