"অগস্ত যাত্রা"


হ্যা গা! কী গা! কয় কী রে ভায় পাগল সবায়
কবির আদ্যপ্রান্ত; শ্রাবন দিনে কুহু ঝরায়
আনতে বসন্ত।
তাই কী শুধু মাঝরাত্তির বোমা ফাটায় জোর,
সেই ঠ্যালা দেয় কাকায় জ্যাঠায়
কসকে বেঁধে ডোর।
হায় হাসিতে হর হর বোলে চার কান্ধে তুলি,
আয় বুলবুল বোল হরিবোল
এবার চিতায়
তুলি।
তুলি রে ভায় তুলি।
বলো হরি। হরি-
বোল।