"প্রভাতের গান"


প্রভাতে মাধুরি ধরিছে গগন কৃষ্ণচূড়ার লালি
বিহগ কূজন মন মাতিয়ে রং বাহারের
তুলি।
মাতিয়ে শোভা সুবাস শাখে গন্ধরাজের দেশে
শিউলি বকুল আর দোপাটি উঠল সবে
হেসে।
দুলিয়ে বেণী বধুরানী ঘাট বাইতে জল
ঝুম ঝুম ঝুম বাজিয়ে পায়েল লাস্যে
প্রাণোচ্ছল।
আর রবেতে প্রভাতফেরী বাদ্য মাদল সনে
পূব দিশাতে সূরজ উজল মাতিয়ে প্রেমের
গানে।
কৃষক ক্ষেতে ধান রোপনে বীজ হাতে লয় ফাল
ঊষার আলোক প্রাণের ঝিলিক আঁধার কাটে
লাল।
স্নিগ্ধতারই আবেশ মেখে ঝিকিমিকি আলোর খেলা
খোকাখুকি রব সে পাঠে বসিয়ে হাটে চাঁদের
মেলা।
পুঞ্জে পুঞ্জে ভ্রমর অলি রিন ঝিন ঝিন তানে
খুখুমনি সুর ধরে প্রাণ মিষ্টি মধুর
গানে।
ঊষার রবি প্রাণ ঢেলে দেয় আঁধার রাতের শেষে
কিরণ ধারায় ভাসতে ভুবন হেমন্তের ওই
দেশে।