"মাতৃবন্দনা"


মহাকালী আদ্যাশক্তি মহামায়া
ওঁ মাতে ভুবনো নন্দিনী তব আগমনে
মেতে উঠেছে ধরণী, কোণে কোণে প্রদীপ্ত দীব্য জ্যোতি,
জ্যোতির্ময়ী, খর্গ হস্ত ধারিনী, দুর্ভোগ ক্ষয় রোগ বিনাশিনী,
ওঁ মাতে, তব দিব্য প্রকাশে উদ্বেলিত, মনুষ্যকূলে
জেগে উঠল আশার সন্দেশ, তব সুর ঝঙ্কারে মেতে উঠেছে মেদিনী,
হেমন্তের ধানের শিষে শিষে সুবর্ণচ্ছটা, নতুন প্রাণের সঞ্চার।
আগমনী সুরে তব বন্দনায় শত শত দীপ প্রজ্জ্বলিত।
ওঁ মাতে জগজ্জননী, উদ্ভাসিনী, উল্লাসিনী, ভৌরব রূপ ধারিনী,
তুমিই কোমল স্নেহময়ী মাতে দুর্গে, দুর্গতিনাশিনী।
তুমিই ভৌরব ক্রোধে উন্মত্ত কুপালিনী।
তুমিই উমা তুমিই পার্বতী, মহাদেব পত্নী তুমিই বিদুষিনী
শঙ্কাহারিনী, আবার রক্ষনাশিনী বিনাসকারিনী,
ভদ্রেকালী কাত্যায়নী মাতা চন্ডিকা।
তুমিই করণ কারণ ত্রিলোকচারিনী, আদ্যাশক্তি
মহামায়া। সমগ্র বিশ্বব্রমহান্ডের সৃষ্টি কারিনী।
সমগ্র দেবকূল আর মনুষ্যসকল করজোড়ে
শঙ্খ পদ্ম ঊলু্ধ্বনিতে উল্লাসময়।
জবাকুসুমো রক্ত চন্দন পুষ্প পত্রে সুসজ্জিত।
ওঁ মাতে তব আশীর্বাদ কামনায় অর্চনারত।
জয় মা কালী, শক্তি বীর্য সাহস আর ন্যায়ের
করো অধিষ্টান।