(একান্তে আপন সিরিজ প্রায় শেষ হয়ে এল। আর মাত্র চার দিন। তারপর শুরু হবে নতুন সিরিজ, "নীরবেতে নির্জনে" মূলত দুটো লেখা থাকবে দুধরনের তবে দ্বিতীয়টা খুবই ছোট হবে)


"হিপ হিপ হুররে”


জবর খবর কবিগানে ভুত নাকি ভয় পায়
সাহস বুকে ধরলে গাছে তারা নাকি
পালিয়ে যায়।
ধুকুস পুকুস দিলখানি মোর শান্ত হলো আজ
আর পাব না ভয়গো দাদা ঘুচিয়ে
দিলেম লাজ।
বন্ধু সবাই শোন রে তোরা রত্তি ভয় করবি না রে
ভয় পেয়ে ভুত তেনা পেনা কান্না তোরা
ধরবি না রে।
শাকচুন্নি ব্রমহদত্তি লেটুস পেটুস লুকিয়ে যাবে
ধরলে সাহস থরথরানী ওরা তোদের
ভয় পাবে।
ওই বুলবুল লুকিয়ে কেনে বুক ফুলিয়ে বাইর আয়
শুনিস না মোর বজ্রধ্বনি ভুত দেখে তোর
এত্ত ভয়।
হালুম মালুম ভুত ভাগানোর মন্ত্র কবি দিছে রে
হল্লা বোলে চিল্লা এখন-হিপ হিপ
হুর রে।


বি দ্রঃ বমহ শব্দটা শুদ্ধ টাইপ করতে পারি নাই।


"জ্যান্ত তেল" (ট্রায়োলেট কাব্যগাথা)

মানুষ আর মান হুশেতে ডিসিং ফিসিং জবর খেল
চাইলেই কী পাওয়া যায় ঘোড়ার ডিমের জ্যান্ত তেল।
ধূপ চন্দন রক্ত জবা ফস্টি নষ্টি আজকে দিল
মানুষ আর মান হুশেতে ডিসিং ফিসিং জবর খেল।
সর্ষি পিষে তেল পাওয়া যায় পিষলে মানুষ মানবতা
পিষবে কে রে স্বামিজী তো এখন ধরায় বাঁদর বেটা।
মানুষ আর মান হুশেতে ডিসিং ফিসিং জবর খেল
চাইলেই কী পাওয়া যায় ঘোড়ার ডিমের জ্যান্ত তেল।


ঠিক আজকের পাতার মত হবে নীরবেতে নির্জনে সিরিজের প্রতিটি পাতা।