“গতি”


সোনার চামুচ মুখে নিয়ে বরেন কাকুর জ্যেষ্ট পোলা,
নরন চরণ এমন যেন-আস্ত তাজা
বিকট গোলা।
ফুলঝুরি শার্ট দশ হাজারি চোদ্দ লাখের গাড়ি,
মাল খেয়ে টাল রঙ্গশালায়-নাচ মাদানির
বাড়ি।
পুলিশ সালিশ বালিশ বানায়-বরেন কাকুর ঠিকা,
ভুটভুটি নেয় কলেজ গেলে-চলতে
আঁকাবাঁকা।
সুরমা কলি কল কাকুলি তিন দিনেতে বদল তার,
দল কচকচ দাবড়ে খেয়ে-রঙবাহারীর
অঙ্গ তার।
দুখের কথা বলব কী ভায়-সেই রাতেতে ভঙ্গ হলো,
ষোল চাকা গাড়ির তলে-মদ জুয়ারির
প্রাণটি গেল।