(লোডশেডিং এ জেরবার আজ শহর, রাতে গাড়ি পোলে ধাক্কা মেরে পোল ভেঙে দিলে প্রায় একঘন্টা পর কারেন্ট পেলাম, অনেকের লেখাই পাঠ করতে পারি নাই, এখন করব)


"মানুষের গান"


একটি পাখি বসে আছে গাছের কিনারায়,
ভাবছে পাখি ছানাদুটি-কোন সে
গেল বায়।
অশ্রুঘন চোখ দু'টি তার চঞ্চুতে নাই সুর,
আকুল নয়ন ভাসায় জলে-দেখতে
অনেক দূর।
আর্তনাদে কিচ কিচ রব ভাসায় ডানা বায়ে,
বায় দখিনায় খুজতে ছানায়-দেখছে
ডানে বায়ে।
হটাৎ নজর আটকে সে যায় খোকাখুকির রব,
ছানাদু'টি তাদের হাতে-করছে
কলরব।
হায় হায় প্রাণ এমন কেন মানুষ তোরা ভাই,
মা কী তোদের থাকতে পারে-তোদের
ছাড়া কই।
আচম্বিতে হটাৎ দেখে খাচ্ছে দানা তাদের হাতে,
ছোট্ট ছানা বন্ধু যেন, তাদের সাথেই
খেলায় মেতে।
আনন্দেতে চোখ বেয়ে যায় কপোল সে তার ভিজে,
ভাবতে পাখি মন্দ তো নয়-বুঝতে
পারি নি'যে।
খাইয়ে দিয়ে ছানাগুলি খোকাখুকি উড়িয়ে দিল,
মা যে তাদের গাছের শাখে-বক্ষেতে তার
জড়িয়ে নিল।
সেদিন থেকে বুঝলো পাখি ধরলো সুরের তান
মন ভরিয়ে প্রাণ দুলিয়ে
মানুষেরই
গান।