"লিচু চোর"


পেচু আর বেচুতে কচু আর ঘেচুতে
হানাহানি টানাটানি-থোকা দুই
লিচুতে।
দেখছিল লিলি দূরে পিছেপিছে ঘুরে ঘুরে,
চুপিচুপি টোপলাতে-গোটা কয় নিল
পুরে।
ফাঁক ছিল ফোকরেতে দাঁর কাকে ওত পেতে,
কা কা রবে হুল্লোরে-চিৎকারে ওঠে
মেতে।
রাম শ্যাম যদু মধু ল্যাঠালেঠি করে শুধু,
যাচ্ছিল পথ ধরে কাঁধে নিয়ে দুটো
কদু।
কাক ডাকে সন্ধেতে পরে তারা ধন্দেতে,
লিলিটার হাতে বোঝা-লিচু তারি
গন্ধেতে।
গন্ধম কাহিনীতে চুল দিয়ে বাঁধা ফিতে,
নিল রাম টান মেরে-দুম করে
হেচকিতে।
পেচু বেচু ঘার ধরে ধুপধাপ মারে তারে,
কিল চড় থাপ্পরে-ঝোলা নিল জোরে
কেড়ে।
নিঃশ্বাস ফেলে নাই দুম ছুটে ভাগে তাই,
যদু মধু রাম শ্যামে-ফেলে ওরে
কদুটাই।
এক দুই তিন বোলে নিল কদু কাঁধে তুলে,
লিচু চোর লিলিটাকে-গেল তারা জোর
ভুলে।