"কেউটে"


(প্রিয় কবি শ ম শহীদ মহাশয়ের আজ প্রকাশিত স্বর্ণামনির ছড়াঙ্ক-৩৮ কবিতার উত্তরে লেখা)


কেউটে! এটাও রে ভায় কেউটে সাপ
ছোবল উঁচু উদ্যত,
ঝোলার মাঝে ও সাপুরে, আছে তোমার
আর কত?
পূজার দিনে সাপের খেলা, খেলছো ওহে বাপুরে,
তপ্ত দহন জ্বালায় জ্বলি, নবমীরই
দুপুরে।
দোলায় চড়ে দুজ্ঞামাতা, অসুর নাসিতে,
ভাবছি সাহেব তার পায়ে যাই
তোমার সাপের দোষ
দিতে।
অসুর ছেড়ে সাপের পিছে, লাগিয়ে দিব তারে,
বুঝবে রে বাপ ঠ্যালা কত, বুঝবে
হারে হারে।
ওরে বাবারে-পালাই পালাই রব,
ঢুকলো কী কানে সাহেব-আমার
কলরব।


কেউটে, দাদা কেউটে! মা দুজ্ঞায় নালিস দিছি,
মা ছেলে তার বউতে।
দুজ্ঞা মাতার ত্রিশুল আছে সিংহ আছে সাথে,
খুচায় খুচায় মারবে যে সাপ
দশ দশটি হাতে।
অকাল বোধন প্রায় শেষ, মারবে এবার সাপ যে,
কাল দশমী সিঁদুর খেলা-শেষ হবে সাপ
রাজ যে।