"প্রতীক"


দৃষ্টান্ত হব আমি উদাহরণ হব
দুঃখের প্রতীক দুখী আমি-
শাসন শোষণ, অত্যাচার ভ্রষ্টাচারের
আমির আমলা আর স্বৈরাচারের
আমি বিদ্রোহী হব।


শহীদ হব আমি-
মৃত্যুকে করব বরণ,
পূবদিগন্তের লাল আভা হব আমি
হাহাকার খরায় কালোমেঘ হয়ে করব বর্ষণ।


দুর্ভিক্ষে খাদ্যাগার হব আমি-
করবো অন্ন বিতরণ,
দুঃখী মায়ের প্রিয় সন্তান হব আমি,
দুঃখী মায়ের জাতের লজ্জা -
আমি হব আবরণ।


সমাজের চোখে চোর হব আমি,
মজুদ খাদ্যাগার করবো লুন্ঠন,
অভুক্ত ভাই বোনেদের
লুন্ঠিত অন্ন করবো বিতরণ।


খুনি হব আমি-
খুন করবো অত্যাচারীকে,
অত্যাচারীর রক্তে রাঙা হবে মোর দুহাত,
অত্যাচারীর বিয়োগে আমি পরম সুখী হব।


তারপর মানুষ জাতি-যখন
যখন সবাই মোরা মানুষ হব,
প্রশান্ত মন, পরম সুখী আমি-
আমি শান্তির প্রতীক হব।