“নিমন্ত্রণ”


ব্য…..থায় ব্য…….থায় ভরে যায় ম……ন;
শিউলি প্রভাতে শরতো আকাশে/
কিসের নিমন্ত্র……….ণ।


ওরে ওই দীপ্ত শিখা/আমারে পথটি দেখা/
মাটির রঙে রঙ মিশিয়ে
রংমিশালির আলো……………../
হৃদয় জ্বালো হৃদয় জ্বালো হৃদয় জ্বালো…………..।
হৃদয় জ্বালো হৃদয় জ্বালো হৃদয় জ্বালো……………।


জ্বালিয়ে প্রদীপ/ আকাশ দীপে/ দীপ্ত কলরোলে…….,
সপ্ত শিখায় ভরিয়ে উড়ান
প্রেমের তুফান তুলে………./ ও সই প্রেমের তুফান তুলে………।


নাই বা পেলাম/ রাজমহলার/আকাশ বাতি উঁচু…….,
না হলো সাজ রাজকুমারীর-
দাস দাসী না পিছু…………..।
দাস দাসী না পিছু…………..।


সব পেয়েছির দেশ তোমারি/ হৃদয় মন্দি..রে…….,
ওই খানে সই রাজমহলা
ওইখানে প্রাণ বন্দি রে………………।


ছড়িয়ে আবির প্রেম গুলাবির/ হারিয়ে কোথায় স…..ই,
তোর বিহনে পাগল এ মন/
কেমন করে ব………..ই। ও সই কেমন করে ব………ই।


ব্য…..থায় ব্য…….থায় ভরে যায় ম……ন;
শিউলি প্রভাতে শরতো আকাশে/
কিসের নিমন্ত্র……….ণ/ কিসের নিমন্ত্র……….ণ/
কিসের নিমন্ত্র……….ণ।