(প্রিয় কবি সহিদুল হক (দীপ্র কবি)'র ডাকে সাড়া দিয়ে লেখা ছড়া কবিতা)


"আপন"


দেবশিশু এক ঝোপের ধারে
জড়িয়ে ন্যাতা ক্যাথা,
কাঁদছিল ভাই অবশ অসায়
লিখতে চলি তারি
গাথা।
বিশু সে এক ভৃত্য ধনীর
চলছিল পথ হেঁটে,
আনলো তুলে সেই শিশুরে
ময়লা অনেক
ঘেঁটে।
জড়িয়ে সে নেয় দেবশিশুরে
ফুটফুটে মুখ খানি,
দুচোখ গড়ায় ভাব আবেগে
নেয় সে ধন
টানি।
গরিব বিশু দিন চলে না
দিন আনে দিন খায়,
কোমল প্রাণ আর সে হৃদয়
দিল বিধা-
তায়।
গৌড় বদন শূভ্র ধবল
দেবশিশু ঘর পায়,
দেব ভারতী উমা সে ঘর
চালায় জ্ঞান-
দায়।
মাস বৎসর যুগ কেটে যায়
দুই ছেলে তার নিজ,
পিতা মাতায় নাই রে মতি
ঘর হাতে নেয়
দ্বিজ।
বৃদ্ধ বিশু সরলমতি
গাইল সে তার অবদান
আপন যে জন পর হয়ে যায়
পর সে জনা হয় রে
আপন।