(তখন যেমন লাইনগুলি সাজানো ছিল সেভাবেই প্রকাশ দিলাম)


"তরুণের গান"


আমরা তরুণ তাই-
ভেঙে ফেলে দেই সমাজের;
যা কিছু যাচ্ছেতাই।
যত সংস্কার যত কু প্রথা
বৃদ্ধ মহীরুহের ঝুড়িতে গাথা,
সবুজের স্রোতে মোরা-
ছিড়ে করি ছারখার।


আগুনে আগুন লাগাই-পোড়াই সংকীর্ণতাকে
দাঁতে দাঁত চেপে পায়েতে মাড়াই-ভীরুতা দুর্বলতাকে।
ঘুন ধরা সমাজের বুকে সজীবতা আনি মোরা
আঁধারকে মুছি-জ্বালি আলোকের ফোয়ারা।


মধ্য গগনে দীপ্ত রবি ঢেকে যায় যবে কালো মেঘে,
বজ্রের রূপে হুঙ্কার দিয়ে-
ভেঙে ফেলি কালো মেঘ বৃষ্টির রূপে।
যত সংস্কার মোরা পায়ের তলাতে পিষি,
সাহসের সাথে লড়াই করি-
মৃত্যুকে পিছে ফেলি অহঃনিশি।


আজকে এসেছে সামনে মোদের-
এক ভয়ানক সংগ্রাম ভাই,
হাতে হাত ধরে তাই চলো সবে
ভেঙে ফেলে পণপ্রথা সম্মুখে আগাই।


আমরা তরুণ তাই-
ভেঙে ফেলে দেই সমাজের,
যা কিছু যাচ্ছেতাই।