"অবাক জলপান"


গাধায় খায় ঘোলা করে সবুজ সতেজ পানি
আর পালেতে সাধতে গলা-হালের বলদ
টানি।
গাধায় ভাবে চালাক অতি-ওস্তাদিতে ভরপুর
আর কাছা তার যায় যে খুলে-রাত কী'বা
কই, দিন দুপুর।
তাই কী মানে রব বাণীতে একশোতে ভায় একশো
বুঝতে কী আর পারে গাধা, শূণ্য রে তার
বাক্স।
চিচিং ফাঁক হলেই গাধা খাইতে সে জল-ঘোলা,
মল মূতেতে মাইখা সে জল-মন করে ভায়
কালা।
কালা রে ভায় কালা!