কিস্সা আমির কী!


কিচেন আমার আস্তাকুড় খাবার অনেক রয়
বড় সাহেব আর মেমেতে-ফেলে দিয়ে
যায়।
আর খুশিতে ডগমগে প্রাণ-মাংস যেদিন কেনে,
পাত পেতে রই আস্তাকুড়ে, পলক ঝপক
বিনে।
সেদিন ভাই বলব কী'সে মেম সাহেবের নাতি
ফেলল ছুঁড়ে আস্তাকুড়ে ইলিশ মাছের
বাটি।
বেজায় কাঁটা খাইতে নারে রাগ গজগজ করে
অনেক কটু কইল মেমে-তীক্ষ্ণ
তারস্বরে।
বালাই ষাট এমন রাগ রোজ কর না ভাই
তাইলে তো রে দুইবেলাতে খাদ্য খাবার
পাই।
আর তো আর সাহেব সেদিন বল্ল কী ভাই জানো
ফালতু কথা নয় সত্যি কান পেতে ভাই
শুন।
এক লক্ষের ইনাম দেবে বল্ল আমার কানে
পঁচিশ হাজার আগাম দিল মারতে
এসিড বাণে।
এক লাফেতে রাজি হলাম-বলি সাহেব ফটো দিন
সাহেবেরই পত্নী সে যে-কী আর পেলাম
ঘোড়ার ডিম!
তাও মারব ঠিক করেছি সাহেব দিবে টাকা
খুন করে লাশ গুম করে নি
গা লুকাবো
ঢাকা।