(তৃতীয় অর্থাৎ শেষপর্বে বাকি যে কয়টা থাকল লিখে দেব)


স তেঃ


সবাই রাজা আজ বনেতে
শহর নগর গ্রাম,
দুই পায়েরই জন্তুগুলির
আজ হয়েছে
ধাম।


হ তেঃ


হাট্টি মা'টিম টিম
সবাই ঘোড়ার ডিম,
হিংসাতে মন হৃদয়টা যে
হার করা বিষ
হিম।


হ তেঃ


হার হারামি বোদ্ধা জাতি
করতে চলে বজ্জাতি,
লাথ মারো ভাই ওদের সবাই
ভাঙতে ওদের বুকের
ছাতি।


ড় তে,


ড়- তে দিনে রাতে
ফুলবাবুদের আনাগোনা,
কান পাতো ভায় শুনতে পাবে
ময়ূরপুচ্ছ আর
ললনা।


ঢ্ রে, (লিখতে পারলাম না ঢবিন র)


ঢ্ তে চলছে খেলা
ফ্লাট বাড়ির ওই কোনেতে,
হাট্টি মাটিম খেলছে দারুন
বউদি আর ছেলে
মেয়েতে।


য় তেঃ


য় তে যায় রে সবে
পুলিশ মামা এলে,
বউদিমুনি সওদা করে
লক্ষ টাকার
বেলে।


ৎ তেঃ


ৎ তে নাই যে মধু
কানাই বাজায় বাঁশি,
টাকার ঝোলা যেই দেখালো
সবাই দিল
হাসি। সে কী মধুর হাসি।


এ তেঃ


এই ছেলেটা ভেলভেলেটা
বাপ তোর ওই কে?
মা আমার পাগলি বাবু
বাপ কে-জানি
নে।


ঐ তেঃ


ঐ তো ভোলা সরল মতি
গণেশ গোবর্ধন,
সরল পেয়ে তার দাদা বোন
দেয় যে নির্বা-
সন।


অনুক্সার বিসর্গ তেঃ


অনুক্সার বিসর্গ-আজ যে রাজা
ন্যাতার পিছে ঘোরে,
ওরাই দ্যাসের গুন্ডা আজি
যাসনা ওদের
দোরে।