Sanjay Karmakar
Founding Members · 10tSl eghpdreonsoreesed ·
“একতার সুর”
                  -I-
বিধাতার অনুদানে শ্রেষ্ঠ সে জীব গণে
ভুলে তাহে মতি হারা মেতে রয় সদা রণে।
ভাগ্য কি ভালে তার নাহি চাহে হারাবার
বাসনার শেষ নাই মেতে রয় বিষ বাণে।
বিধাতার অনুদানে শ্রেষ্ঠ সে জীব গণে।


প্রশান্ত ধরণীর কোণে কোণে বিষ বায়ে
প্রতিকূল আজি ধরা তারি ধরা দোষ দায়ে;
পূতি ময় রতি কামে ধ্বংসের জ্বালে দিয়া
ক্রোধে আজি ধরা মাতা ধ্বংসের অভিপ্রায়ে।
প্রশান্ত ধরণীর কোণে কোণে বিষ বায়ে।


কেহ নাই প্রীতি লতা শান্তির কহে কথা
বাহিত সে গরলেতে হিংসা ও দ্বেষ যথা।
দেশে দেশে দিকে দিকে ধ্বংস সে রচে নরে
ভালোবাসা প্রেম হীন শঠতার কতকথা।
কেহ নাই প্রীতি লতা শান্তির কহে কথা।


লোল্যুপ্ত চাহুনিতে চাহে সবে কেড়ে নিতে
লোভ আর লালসার বান আজি পৃথিবীতে;
উগ্র সে ভুজ সনে ভুজঙ্গ ধরা মনে
রিক্ত সে বায়ু বহে দিগন্তে দিকে দিকে।
লোল্যুপ্ত চাহুনিতে চাহে সবে কেড়ে নিতে।
                -II-
কি হবে কি মায়া মোহেঃ বন্ধনে দুর্নিবার!
লঙ্ঘিতে পারাবারে জীবনের কারাগারে
বারে বারে বারে বারে, শত জিত শত হারে;
কিছু কি গো আছে হেথা, হারাবার!
কি হবে কি মায়া মোহে বন্ধনে দুর্নিবার!


কি হবে কি মায়া মোহ; হিংসা ও বিষ ভাপে,বেশুমার!
গরলে ই সিঞ্চনে শঠতা ও বিষ বাণে
বিদ্বেষ পূতি কটু লকলকে গনগনে
প্রেম তারি অবরোহে নিধনেতে বারে বার।
কি হবে কি মায়া মোহ; হিংসা ও বিষ ভাপে, বেশুমার!


ঘরে ঘরে ঘরে ঘরে কেহ কিগো চিরতরে! জীবন তো দুই পল।
কত আশা কত ভাষা প্রত্যাশা শত কত
কত ব্যথা বুকে ধরে হতাশায় হত শত,
ধন লাগি হাহাকারে বিদ্বেষে কাটে কাল;
ঘরে ঘরে ঘরে ঘরে কেহ কি গো চিরতরে! জীবন তো দুই পল।
                     -III-
এসো আজি ভেদ ভুলি একতার সুর তুলি ভৈরবে।
দ্বেষ তারি অবসানে গাহি চলো দীন জনে
জনে জনে জনে জনে গানে গানে প্রাণে প্রাণে
ডালি তার ই ভরি প্রেমে; একতার গাহি গান।
প্রদীপ্ত শিখা জ্বালি কোকনাদে হৃদ মেলি পূজি দেবে
এসো আজি ভেদ ভুলি একতার সুর তুলি ভৈরবে।