কাঁদছেন ক্যান সর্দি সনে
জ্বরেই নাকাল হয়ে;
হিমেল পরশ লেপের তলায়
ব্যথার গান ঐ
গেয়ে।
আলির কাছে দৌড়ে ভেগে
ফুস করে যান উড়ে;
ফটাস করে দাবাই সে দেয়
পান্তা ভাত ও
গুড়ে।
গুরের মধু যেই না যাবে
বুড়ো হারের মজ্জাতে;
জাদু টোনার সেই অসুধে
রোগ পালাবে
লজ্জাতে।


“আচ্ছে দিন”


হায় হায় প্রাণ যায়; দিকে দিকে দুঃখ
ঋণ সে যে বড় দায়; বুঝলোনা
মুক্ষ। (মূর্খ)
ঋণ ভায় তারা নেয় যারা জেনো কোটিপতি
ফেরৎ এর নাম নাই; যারা দেয় চোষে
আঁটি।
গরিবের ধন যাহা, ভিটে মাটি নেয় কেড়ে
পরিশোধ যদি নাই; শিকড়েতে নড়-
বড়ে।
দেশ টা তো সোনা দিত যদি দাদা নেতা সবে
ভাবতোই সাধারণে; বলা ছেড়ে, হবে
হবে।
আচ্ছে দিন আসলো বলে; বলে তারা মুখেতেই
আর মোরা দিন ই গুণি
সবে ধন আশা-
তেই।