আলোচনা তো হতেই পারে তা কবিতা বিষয়ক হোক বা কবিতার আসরের নিয়ম কানুন আর সিস্টেম নিয়ে। আজ আমি সিস্টেম নিয়ে একটু আলোকপাত করতে চাই। কবিতার আসর কী কম্পিউটারাইজড সিস্টেমে নিয়ন্ত্রিত হয় না কী ম্যানুয়ালি। এমত ভাববার কারণ হলো দীর্ঘদিন পর্যবেক্ষণ করে দেখেছি দিন কি বা রাত কবিতার আসরে থাকলেও অনেক সময় "আসরে উপস্থিত", কবিসকলের বিস্তারিত তালিকাতেও আমার নাম থাকে না। নাম থাকে না এ নিয়ে আমার কোনও অভিযোগ নেই কিন্ত প্রশ্নটা মনে জেগেছে। কম্পিউটারাইড সিস্টেমে হলে তো এমন হবার কথা নয়। প্রাসঙ্গিক আর কবিতা সংক্রান্ত বলেই বিষয়টা আমার মনে হয়েছে আর তাই লিখলাম অভিজ্ঞতার নিরিখে। মাননীয় মোডারেটরগন বা কেউ কী বিষয়টাতে আলোকপাত করতে পারবেন।