Sanjay Karmakar
dSntpesoroatl1u 0:t5i5Mcff64m92A114152fu8h7l903cJ014iyt 2  h  ·


আলোয় ভরা নয়নতারা, শ্বেত শুভ্র অতি,
থাকলে ভাল তোমার আলয়, আমার তো নাই ক্ষতি।
আকাশ ক্ষিতি নভস্থলে
রও গো সুখে দিলেম বলে,
স্বপ্ন দিয়ে গড়তে মহল, সখ্য প্রেম আর প্রীতি।


আজ যে দানব-দীন দুনিয়া, নাইকো কোথাও আলো,
জ্বলছে অনল দাবানলের-তমায় ঘোর ওই কালো।
ভয় পেয়ে যাই চমকে উঠি
যেদিক চাই রণ ওই দেখি,
দীপ্ত চরণ তাঁর মাঝেতেই, জ্যোতির দিশায় চলো।


নিষ্ঠা অতি রইলে ব্রতী, রইলে সাহস বুকে,  
বিজয় সেথায় চরণ চুমে, জীবন কাটে সুখে।
বিহঙ্গের ওই কুহক তানে
সদাই সে তাঁর আলিঙ্গনে,
জীবন তো এক উছল সাগর, ভরাট সুখ আর দুখে।


ভয় পেয়ে পথ হারিয়ে গেলে, সেথায় শুধুই দুঃখ মেলে,
ভগ্ন হৃদে ভ্রান্ত দিশায়,  যে জন চলে অবহেলে,
শোকের সাগর জীবন বিহার
কেউ না দেয় সাথ তো তাহার,
ভ্রষ্ট সে নীড়, পায় না সে তীর, দুখ ওই বয়ে চলে।