Sanjay Karmakar

  · F1mebSpruah6tiry7 16s at g58:02edt gPM8  ·

আমার দেশে
দীন দুঃখী
আধপেটা
রয় কতো;
সাহেব বিবি
ম্যামও আছে
লক্ষ হাজার
শত।

ধনের পাহাড়
আকাশ উঁচু
মহল আছে
তার।
কিন্তু দাদা
হৃদয় কালা,
মানবতার
হার।

পাহাড় আছে
নদ ও আছে
আছে কতই
নদী;
ফন্দি ফিকির
তার ঐ জিকির
প্রেম প্রীতি আর
সাদি।

ফুল ও আছে
মালি তাহার
প্রজাপ্রতির
পাখা।
সবই আছে
হৃদয় যে নাই
শূন্য সে ঘর
ফাঁকা।