Sanjay Karmakar
14 hrs  ·
"আমার জাতির হলেও জেনো মানুষ তারা নয়"


আমি তো ভায় সবার ভিতর কাব্য দেখি রোজ
হাসলে খানিক কাঁদলে খানিক হরেক কিসিম ডোজ।
কাঙাল দেখি বাঙাল দেখি বিহার কি বা আর
আহার মাঝেও তারেই দেখি দৃষ্টি হলে পাড়।


পাড়ায় পাড়ায় মনটি হারায় কুসুম দেখে ফুল
কাব্য দেখি চলার ঢঙ-এ হারিয়ে ফেলাই কূল।
কুল কি বা কই কলমি শাকেও, দৃষ্টি গেলে ভাই
জলের তলায় আকাশ ডাঙায় সেথায় গেলেও পাই।
পাখির বোলে বুলবুলিতে লিপ্ত যে হয় মন
হারিয়ে গেলেই কাব্য তার ঐ হয় যে আগমন।
হাঁস ওই বলো কাক ওই বলো শিরিশ কি বা বট
রোজই আমার মন যে ঘোরে পাততে আসন ঘট।


ঘনায় যদি বাদল নভে কালোয় ভরে দিক
কাব্য আমার নাচতে যে রয়; চোখ করে চিক চিক।
চিকনা সরু মোটা হাঁদা পাঁঠাই হলো কিবা
গোকুল তলায় গাইতে যে রই রাত্র কি বা দিবা।
গরুর ক্ষুরে বাদুর উড়ে, চিল বা শকুন তাও
কাব্য সেথায় হানায় আঘাত তিন দুগুনি ভাঁও।
ভাতের থালা জলের বাটি বটি কি বা দা
ইলিশ মাগুর কই কাতলা হলোই যদি বা,
বাঁধতে জেনো বাঁধনহারা হয় যে আমার মন
রাত্র দিবা করছি ভায়া তার ওই আরাধন।
ধর্ম কি বা অধর্মেতে কাব্য খুঁজি রোজ
ভ্রান্ত যারা ভ্রমের দেশে সেথাও করি ভোজ।


মন্দির ও মসজিদেতে গির্জা সেথায় খুঁজি
ভ্রান্ত যারা ভাঙছে সে ভূম তাদের নাহি পুজি।
আমার তোমার ভেদাভেদ; করতে যারা চলে
অধর্মতে ঝাঁপিয়ে ঘোড়া চাবুক চালায় গলে।
আমার জাতের তোমার জাতের হলেও করি রণ
আগুন জ্বালাই কাব্য কথায়; করবো আমরণ।
দেবালয়ে মসজিদেতে আঘাত যারা দেয়
আমার জাতির হলেও জেনো মানুষ তারা নয়।