Sanjay Karmakar
badge icon
Founding Members
  · eFhebtrgeuarSsy o7 pamnenotone 6:3fhso9 fmrPuMerecmdS  ·
গীতি কাব্য, "আমি যে কাক"


আমি তো কাক সাফাই করি এত্তা জঞ্জাল, এত্তা জঞ্জাল
আমি যে কাক;
তোমাদের ছড়িয়ে দেওয়া
ময়লা যত সরিয়ে নেওয়া
আমার যে ভাই কাজ।


আমি তো কাক , ঝাড়ুদার হই কাক।
আবর্জনাই খাদ্য আমার
খাই যে ফেলা খাদ্য তোমার,
ছড়িয়ে থাকা ময়লা যত করি পরিস্কার।


আমি তো কাক সাফাই করি এত্তা জঞ্জাল, এত্তা জঞ্জাল
আমি যে কাক।


তোমরা তো সব নোংড়া মনে
পরিবেশ নাই কো ধ্যানে,
নোংড়া করো ত্বক, এই ধরণীর ত্বক।
আমি তো কাক সাফাই করি এত্তা জঞ্জাল, এত্তা জঞ্জাল
আমি যে কাক।


আমি তো কাক , ঝাড়ুদার হই কাক।
আবর্জনাই খাদ্য আমার
খাই যে ফেলা খাদ্য তোমার,
ছড়িয়ে থাকা ময়লা যত করি পরিস্কার।