(পুরানা কাজ চালু করতে হয়েছে জীবন জীবিকার স্বার্থে আর তাই এ শহর ও শহর ঘুরে বেড়াতে হচ্ছে। সফলও হচ্ছি তাতে কিন্তু গত দুদিন আসরে আসতেই পারি নাই, আগামী দুদিন ও অন্য শহরেই থাকতে হবে আর তাই ছোট্ট একটা লেখাই দিলাম আজ)


(সারমর্ম; আমার লেখাতে কবিতাতে শান্তির বাণী যতই প্রচার করি না কেন, শতভাবে কখনও মসৃণভাবে কখনো বা দ্রোহ বা ধমকিতে, তাদের কাছে, যারা জেগে জেগে ঘুমাচ্ছেন, তারা সে সব কানেই তোলেন না, তবুও আমি থামবো না, সে বাণী, সে ব্যথার ধ্বনি প্রচার করে যাব অবিরত )


আমি পারি না। হাজার চেষ্টাতেও পারিনা
পারি না ওদের চোখেতে একবিন্দু অশ্রুর পানি হতে,
বেদনার বাণে রিক্ত মরুতে ; মহীরুহ বীজ
বুনে দিতে।
পারিনি কখনো সে তল বিথিতে মুক্তোর জাল বোনা
হীন সে রাজ দাসখতে দায়; যায় নি কন্ঠ
লোনা।
চাঁদের দেশেতে স্নিগ্ধ সে কর প্রশান্তির ওই বায়
পারিনি কখনো ছড়িয়ে সে তল, তমস করিতে
ধায়।
পারিনি সে দল লহু সে বাণীতে; ভরাট করিতে ক্ষতো
হিংসার বীণ বিদ্বেষ দ্বেষ, নেয় নি সে গান
ব্রত।
নিঠুর সে তল কলিতে ভুলিতে; চাহে নাকো এতটুক
সাধ্য আমার ই সাধিতে পরাণ,
গাই সে ব্যথাই
দুখ।