আমি প্রধানমন্ত্রী হলে, "ভাবনা চার"


যারা আগের প্রকাশিত তিনটি ভাবনা পাঠ করেছেন শুধুমাত্র তারাই কমেন্ট করবেন। আর যদি কারুর লেখা ভালো লেগে থাকে তো অনুরোধ করবো আগের তিনটি ভাবনা দয়া করে পাঠ করে কমেন্ট দিবেন। এটি কোনও কবিতা নয় শুধুমাত্র ভাবনার প্রকাশ মাত্র।


আমি যেদিন প্রধানমন্ত্রী পদে শপথ নিব
তপোবন, তপ-বাণিজ্য, তপসুলভ আর তপক্লাস্টার ও
তপোনিধি প্রকল্পের ঘোষণা তার সাত দিনের মধ্যেই করে দেব।
তপনিধি প্রকল্পের প্রথম মূলধন আসবে
আধুনা প্রধানমন্ত্রীর বিলাস বহুল কয়েক হাজার কোটি টাকার
প্লেন নিলাম করে কারণ তার আর দরকার রইবে না যেহেতু
নব্য প্রধানমন্ত্রী আপনার সুরক্ষা বলয় নিয়ে পাবলিক
এয়ার ট্রান্সপোর্ট ই ব্যাবহার করবে।
হলো তো তপনিধির প্রথম মূলধন!
আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা স্থগিত।
তাতে বাঁচবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা।
সে টাকা সরাসরি তপোনিধি একাউন্টে জমা হবে।
কারণ আজকাল কার দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই
দুনিয়ার হর এক মুলুকে মিটিং সিটিং সেড়ে নেওয়া যায়
ঘরে বসেই। একদম আসলের মতই।
উন্নত দেশ গুলি যুদ্ধ করে লাভ উঠাবার জন্য
তেল বা প্রাকৃতিক গ্যাস। যুদ্ধ করলে তাদের লাভ হয়।
মোটামুটি ব্যবসার মত। আর আমাদের মত তৃতীয় বিশ্বের দেশ
যুদ্ধ করে সীমান্ত সমস্যা নিয়ে যাতে করে ক্ষতি বই
লাভ কিছুই হয় না। তাই সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দান করে
সীমান্তে মোতায়েন করে দেব পঁচাত্তর ভাগ যুদ্ধ সম্ভার।
ঠান্ডা ঘরে বসে আদেশ নয়, পহলে আঘাত হানবো না
কিন্তু আঘাত কেউ করলে মুতোর জবাব দিতে কোনও কার্পণ্য নয়
না লাগবে কারুর অনুমতি। মোট কথা ঘাটাতে আসলেই বিপদ।
আগামী পাঁচ বছর হাজার হাজার কোটি টাকার যুদ্ধ সরঞ্জাম
কেনা বন্ধ থাকবে তবে ইসরোর প্রধান কাজ হবে
দেশীয় টেকনোলজিতে এফ সিক্সটে নাই এর চেয়েও
ভাল মডেলের যুদ্ধ জাহাজ দেশেই বানাবার।
চন্দ্র আর মঙ্গল মিশন আগামী পাঁচ বছরের জন্য বন্ধ হবে।
তবে স্যাটেলাইট উৎক্ষেপণ আর তার গবেষণা জারি থাকবে।
প্রয়োজনে আমরা যুদ্ধ জাহাজ রপ্তানি করবো আমদানি নয়।
মহাকাশে কৃত্তিম মহাকাশ স্টেশনের কাজ জারি থাকবে।
চন্দ্র আর মঙ্গল মিশনের যে অর্থ বাঁচত হবে তা
সরাসরি তপোনিধি একাউন্টে জমা হবে।
নব্য নতুন টেকনোলজি, এগরিকালচার ও ইঞ্জিনিয়ারিং
বিভাগে ইসরো করে যাবে যাতে করে কম বিনিয়োগে
অধিক লাভবান হতে পারে দেশ।
মোদ্দা কথা আগে দেশের দরিদ্রতা অশিক্ষা মোচন
তারপর। তারপর না হয় কোটি কোটি তপনিধি
আর দেশের সুখী সম্পদশালী লোকেদের অনুদানে
আবার চালু হবে চন্দ্র আর মার্স মিশন,
যদি তারা চায়। আরও অনেক কিছু বলবার ছিল তবে
অনেক বড় হয়ে যাবে লেখা তাই
আগামী দিনে।
জয় হিন্দ , বন্দেমাতরম, ভারত মাতা কি জয়। সম্পাদনা পরে করে দিব লিখা।