(কোন একদিন লিখেছিলাম, কালের স্রোতে হারিয়ে যাবে একদিন তাই প্রকাশ দিলাম)


"আমি"


আমি নায়েগ্রা; উছল জলের রাশি
তাহারি স্রোত সে প্রবাহে বাহিত তরঙ্গে
ভাসা ভাসি।
পতিত পবনে অতি সে প্লাবনে দুর্বার গতিধারা
মর্মরে প্রাণ দীর্ণ কখনো; চূর্ণ হয় গো
ধরা।
নির্ঝরে বায় ক্রন্দন হায় ধূম্র ফেনিলো দ্রোহে
নিঠুরেতে ধায় বিষাদ ঘনায় সুমধুর
লয় তাহে।  
বেদনার গীত জড়ায়ে বাতাসে রব সে অরূপ তায়
বিরাম নাহিকো পল সে ক্ষণিকো সুরম্য
সুরকায়।
শ্বাশত বাহিত ঘাত সে প্রবাহ লুক্কায়িত হৃদ মনে
নুপুরো নুপুরো রব সে ধ্বনিতে বইছি
উদারো গানে।"


"গুহাচিত্র"


আমি মৃত্যুর ঐ পাড় থেকে দেখে গেলাম সবিতা
তুমি হাজার চেষ্টা করলেও আমায় খুঁজে পাবে না।
আমি জুভেন্তাসের তাজ হতে চেয়েছিলাম তাই
চিত্রগুপ্তের ছেঁড়া খাতা আমার লেপ্টে নিল আর আমি
সাগর জলে মোতির খোঁজে
অজন্তা ইলোরার গুহাচিত্র হয়ে রইলাম
তোমার নগ্ন কামুকতায়।