Sanjay Karmakar
Top contributor ·22h  ·


আমরা হরি ভজহরি, মান্না সবে দলে দলে
বিফল হবে সার কিছু যা-কচ্ছ কবি পালটা তুলে।
কলির কালির ভক্ত মোরা
জিব টা মোদের আস্ত ছোরা,
আর যা আছে ছল চাতুরী, রাজ করি তল দানব কূলে।


আরও আছে আগে পাছে হিংস্র মোরা বন্য ফুল
অহং মোদের গরব গাথা বিত্ত বিষয় হই ব্যাকুল।
নারীর প্রীতি আমরা ভীতি
বলাৎকারে সদাই মাতি,
আর যা আছে ধর্ম বিষয়-দাঙ্গা ফ্যাসাদ হুলস্থুল।


আমরা পারি তরবারি-চাক্কু ছোরা আর চালাতে
পথ কাটে কেউ কিংবা দেখায় দস্যু হয়ে তার গলাতে।
ভ্রষ্টাচরের ধবল গিরি
ইধার উধার হেরাফেরি
আর যা পারি ভালই পারি-অঙ্ক জটিল বেশ মেলাতে।


আমরা হরি ভজহরি, মান্না সবে দলে দলে
কলির রাজে বেশ চলেছি-পাল তুলে তল ডানা মেলে।
হুশ আর মানের বালাই মোদের
যুগ টা জেনো প্রতিশোধের,
বোধের বিকাশ বিকার সব ওই-ধন ধান্যে ফুলে ফলে।।