Sanjay Karmakar
Top Contributor
  · 18h  ·


এই ধরণী তোমার আমার শস্য মাটি ক্ষেত
হরিৎ ফসল সোনার ফলে ভরায় মোদের পেট।
শস্য শ্যামল কান্তি অমল শ্যামলিমায় ভরা
নদ নদী আর সাগর ভূভাগ প্রশান্তির ওই ধরা।
এক আকাশের তলায় মোরা এই ধরণীর প্রাণ
ঐক্য মোদের পথের দিশা সাম্যের গাই গান।
স্নিগ্ধ শীতল মলয় বাতাস বইতে চলে হেথা
গরব মোরা মানব জাতি শান্তি মোদের প্রথা।


এই তো ছিল জীবন কাহন এই ধরণীর গান
আজ আধুনা সব ভুলে গাই হিংসা নদীর বান।
রক্ত নেশায় রণের পানে ছুটতে আজি চলি
হিংস্র ক্রুর আচার বিচার অহং মোদের বুলি।
বর্ণ ভেদে ধর্ম ভেদে লড়াই আজি মোদের নেশা
বজ্জাতের ওই লড়াই লড়ি কীর্তিনাশা সর্বনাশা।


সমাজ বিধায় বিষমতার হলাহলেই সন্তরণ
ধন আর নারী বিত্ত বিষয় আর কিছু নাই আরাধন।
এক ধরণী কাঁদছে আকাশ মিসাইলের আঘাত তায়
শিশু কচি মরছে মানুষ ধ্বংস পানে চলছে নায়!!


গৃদ্ধ মোরা আজ সকাসে হিংস্র ক্রুর চতুর অতি
কাঁদছে ধরা কাঁদছে মানুষ-(আমরা) প্রাণীর জাতের অধিপতি।।