Sanjay Karmakar
  · tJSspSusonsount rngmiooeewd  ·
বিবিধ যুগল কাবিতা,"আংটা দিয়ে পাড়ো"
"শ ম শহীদ"


আমি জোকার
দুঃখ টোকার  
ধোকার এ সংসারে...
কষ্ট চেপে
খুশী মেপে
ফিরছি দ্বারে দ্বারে।


কেউ দেখে না
আমার জ্বালা
উপরে রঙ
ভিতর কালা
কালসিটে দাগ
অংগজুড়ে-
মাথায়, পিঠে ঘাড়ে।।


"সঞ্জয় কর্মকার"


ইস! এই যে হাল
হালত তোমার;
কবের থেকে হলো!
বউ আর ছাওয়াল
থাকতে ঘরে
কেনই কচু গেলো?


গলি গলি শোর হ্যায়
শ ম সাহেব তার;
ল্যাজে গোবর হইছে রে বেশ
ডুবছে সংসার।


তার চেয়ে ভালো
বাড়ি ই চলো
অমায় তমায় ছাড়ো;
শান্তি আছে ঘরের কোণেই
আংটা দিয়ে পাড়ো।