Home » Poems » Sanjay Karmakar » Apostate
Sanjay  Karmakar Avatar
Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Prose | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
Apostate


Waves of thought to the innocent mind come
if form of work is religion
why there are differences real fake
why someone is Hindu and Muslim is someone?


Why is there so much difference between the temple and the mosque?
people are dying and killing degrading religion.
why they are fierce one by one
some say my religion is real, some say look, I have done.


Why do people go to riots to kill other religion?
why everyone in the country and abroad killing in turn?
fire breaks out in the countries and hundreds of people are dying
today in Bengal tomorrow in India thereon.


This country breaks the mosque, the other breaking honour
storms of thinking stirs the innocent mind, hundreds up on.


That's who is my father, you say husband
and Tama call him dadu in love and affection,
can they ever be different person!!
why don't people understand to take a lesson?
That's who is the Ishwar or Allah, is the God too
why do people go to war thinking it's not true?


Tears seems like blood flows down through chin of the mom
sobbing in eyes in the memory remembering that storm.
That day she lost her husband; lost father her son
is it so her son talking such the sentences in turn?


Khokon is crying, his mom is crying and the poet's mind too
why is religion is so fierce which burns the soul through?
All them carry the blood red, same limbs , all them same grief and pain
victims like khokon and his daddy, is there any religion where is none.


Please tell the Labor pains, the story of birth
mother and her love and affection
there is no wave of concussion in love in pain
where is such a religion, can you tell?


It is absolutely true all they are same, as like as death is absolute
may you call Ishwar or Allah and the Rahim or Ram; same the route.
All of them are the same and the ocean of mercy
manifestations of world development are always indebted to them to put.


Copyright © Sanjay Karmakar | Year Posted 2022


আমার লেখা মূল কবিতাঃ-


মানবতাবাদী কবিতা,"ধর্মহারা"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar


  · cl7617f729l hrs91ps9amr8mcd  ·
"ধর্মহারা"


খোকার মনে উথাল পাথাল উঠলো তুমুল ঢেউ
কর্ম যদি ধর্ম সকল
ভেদ কেন হয় আসল নকল
হিন্দু কেনোই হয় গো মানুষ; মুসলমান আর কেউ!!


মন্দিরে আর মসজিদেতে ফারাক কেনো এত!
মরছে আর মারছে মানুষ ধর্ম অবনত।
উগ্র কেনই হয় বা মানুষ একের উপর এক
এ বলে মোর ধর্ম আসল, কেউ বলে মোর দেখ।


দাঙ্গা কেনই বাঁধায় মানুষ বিধর্মী যায় মারা
কেনই দেশে কিংবা প্রবাস সবাই ধর্মহারা।
উড়ছে আগুন দেশ আর দেশে মরছে মানুষ শত
আজ বাংলা কাল সে ভারত মরছে হাজার শত।


এ দেশ ভাঙে মসজিদ আর, ও দেশ ভাঙে মান
হাজার শত তুফান মনে প্রশ্ন তার ওই বান।


ও মা আমার পিতা তোমার, তুমি বলো পতি
আর তমা দাদু তাহায়, ভালোবাসায় অতি।
মানুষ সে তো একই জনা ভিন্ন কী আর হয়!
কেন্ বোঝেনা মানুষ তাহা ধর্মে মেতে রয়।
ঈশ্বর বা আল্লা যে জন গডও তিনিই হন
কেনই মানুষ ভিন্ন ভাবে; করতে চলে রণ?


মা এর কপোল বইলো বেগে রুধির যেমন বান
ফুঁপিয়ে কাঁদে দু চোখ তাহার স্মৃতির ছায়ে মন।
সে দিন সে তার হারায় পতি খোকন; বাপজান
তাই কী খোকন বাক্য এমন, উতল হলো প্রাণ।


খোকন কাঁদে মা তার কাঁদে কাঁদছে কবির মন
ধর্ম কেনই উগ্র এমন দগ্ধ যে হয় প্রাণ।
রক্ত লোহিত অঙ্গ একই শোক আর পরিতাপ
ধর্ম সে কোন নাই কো তথায় খোকন ও তার বাপ!


প্রসব ব্যথায় কোন সে নারী ধর্ম সে কোন বলো
মা জননী প্রেম আর প্রীতি ভালোবাসার ঢল ও
নাই কো তথায় প্রণয় ব্যথায় উতলতার ঢেউ
এমন কোনো ধর্ম কী গো, বলতে পারো কেউ?


মৃত্যু যেমন সত্য তেমন একই তিনি হন
ইশ্বর বা আল্লাহ বলো, রহিম কী বা রাম।
একই বুলি তাহার ঝুলি দয়ার সাগর তিনি
বিশ্ব বিকাশ তাহার প্রকাশ সদাই তাহার ঋণী।


(লেখাটি ব্রিটিশ ফোরামেও প্রকাশিত হয়েছে)