Sanjay Karmakar
drntt88
r
002

1
ah9f
2
s
2g1
h
1h53i  ·


(উপরের লেখা বা স্টাইল আমার করা নয়। ফেসবুক গ্রুপ থেকে কপি করে পেষ্ট করতেই এমন আপনা আপনি হয়ে গেছে, লেখাটি প্রিয় কবি গায়ত্রী পাল কে উৎসর্গ করে লেখা।)


জীবন দুদিন, আসবে সুদিন, অমানিশার শেষে
হারিয়ে সে কূল, ফুটবে মুকুল; দীপ্তি তার ঐ বেশে।
যে জন দুখে মরম হারে
সে জন জীবন বইতে নারে,
বৈতরণী  বৈঠা সে তার, সব ওই যে যায় ভেসে।


হেসে, খেলে দিন, কাটলে জীবন, দুঃখ দরদ ভুলে
সেই তো পারে, জীবন কাহন, সুখ, সে তার মূলে।
মূল্য তার ঐ আসল ধন
আজ হতে বোন করোই পণ,
দুঃখ জ্বালা, দাও গো তালা, চড়বে না আর শূলে।


অগ্নি যেমন, শোধণ করে, কনক তার ঐ মোল
তেমনি ফোড়ন, জ্বলছে জীবন ; খাচ্ছ তুমি ঘোল।
জীবন জেনো নদীর ধারা
স্তবির কভু পাগলপারা,
ও মেয়ে তুই, ভোল রে সে দুখ, আমার কথা শোন।


পথহারা দিক, নাবিক যদি, হাল ছাড়ে তার নায়
কোন সে দিশা, তার ঐ গতি, কূল কী কভু পায়?
বুঝলি ও বোন
এবার তো শোন,
আর যদি না মানিস আমায়; তা হবে অন্যায়।